Thursday, September 6, 2018
ইউক্লিডিয়ান অ্যালগরিদম (GCD), Extended GCD
GCD - Greatest Common Divisor বাংলা: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক(গ.সা.গু)। আমাদের দুইটি(বেশি ও হতে পারে) সংখ্যা দেয়া থাকবে, আমাদের তাদের সব থেকে বড় divisor টি বের করতে হবে। অর্থাৎ আমাদের এমন একটি সংখ্যা বের করতে হবে যার থেকে বড় কোন সংখ্যা দিয়ে ওই সংখ্যা ওই সংখ্যাগুলোকে ভাগ করলে ভাগফল ০ না আসে।যেমন আমাদের বলা হল {১২,৬} এর গ.সা.গু কত? আমরা খুব সহজেই বলে দিতে পারি ৬।
গ.সা.গু বের করার অনেক উপায় আছে। তার মধ্যে আমাদের ছোট বেলায় শিখা ইউক্লিড এর পদ্ধতি অনেক দ্রুত কাজ করে।
gcd (a , b ) বের করার জন্য , চলুন ইউক্লিড এর পদ্ধতি টি একটু দেখে নিই:
gcd (a , b ) বের করার জন্য , চলুন ইউক্লিড এর পদ্ধতি টি একটু দেখে নিই:
- a কে b দিয়ে ভাগ দিব, যদি a/b==0 হয় তাহলে এদের গ.সা.গু b , ( b এর থেকে বড় কোন সংখ্যা b কে ভাগ করতে পারে না)
- যদি ভাগশেষ ০ না হয়, আমরা এমন একটি সহগ(coefficient) c বের করব যেন, c = a - (b*t) অর্থাৎ c হল a,b এর ভাগশেষ(a%b)।
- এখন আমরা gcd (b , c ) বের করব। এবং আমরা আমাদের শেষ দুই ধাপ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের কাঙ্খিত মান পাব।
![]() |
| 1.1: C++ implemention of GCD |
![]() |
| 1.2: One line C++ implemention of GCD |
Extended GCD
GCD কিভাবে বের করতে হয় আমরা সেটা শিখে গেলাম, কিন্তু এখন যদি আমাদের বলা হয় a ও b এর গ.সা.গু. যদি g হয় তাহলে x ও y এর এমন দুটি মান বের কর যেন ax + by = g হয়। এ কে Extended GCD বলা হয়। এক্সটেন্ডেড ইউক্লিডীয়ান অ্যালগোরিদম এই ইউক্লিডীয়ান অ্যালগোরিদমেরই একটা এক্সটেনশন। এখানে আমরা gcd(a,b) এলগোরিদম কে কাজে লাগিয়ে ই egcd(a,b,x,y) এর মাধমে x ও y এর মান বের করব। শুধু প্রতিটি রিকার্সিভ কল এ x ও y এর মান পরিবর্তন করে দেব এইভাবে-
x = y1 - [b/a] * x1
y = x1
![]() |
| 1.3: C++ implemention of Extended GCD |
কনসেপ্টটা ঝালাই করে নিতে প্রব্লেম দুটো সলভ করে ফেলি-
Subscribe to:
Comments (Atom)
Some usefull links for CSE students
বাংলায় প্রোগ্রামিং রিসোর্সসমূহ Coding Interview University Solutions to CLRS. ACM-ICPC-Preparation Notes to (NUS) Computer ...
-
GCD - Greatest Common Divisor বাংলা: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক(গ.সা.গু)। আমাদের দুইটি(বেশি ও হতে পারে) সংখ্যা দেয়া থাকবে, আমাদের তাদের সব ...
-
বাংলায় প্রোগ্রামিং রিসোর্সসমূহ Coding Interview University Solutions to CLRS. ACM-ICPC-Preparation Notes to (NUS) Computer ...


